তখনও ষড়যন্ত্র ছিল জাতিকে মেধাশূন্য করার, এখনও: নগরপিতা নাছির

0

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নগরপিতা আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ষড়যন্ত্র করে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আর বর্তমান প্রজন্মকে মেধাশূন্য করতে গড়ে উঠছে মাদকের সাম্রাজ্য।

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলেল শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। নগরপিতা শনিবার (১৪ ডিসেম্বর)  সকাল ৯টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে পাহাড়তলী বধ্যভূমিতে যান শহীদদের শ্রদ্ধা জানাতে।

নগরপিতা বলেন, এই মাদক সাম্রাজ্য ভাঙতে হবে। নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে তা পালন করতে হবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. হোসেন হিরণ, মো. জহুরুল আলম জসিম ও আবিদা আজাদ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

জয়নিউজ/কাউছার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM