`যারা রক্ত দেয় তারা কখনো জঙ্গি এবং মাদকে যুক্ত হতে পারে না’

যারা রক্ত দেয় তারা কখনো জঙ্গি এবং মাদকে যুক্ত হতে পারে না। রক্তের ফেরিওয়ালারা অপরাধে জড়াতে পারে না।

- Advertisement -

সাত বছর আগে অনলাইনে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিটিজি ব্লাড ব্যাংক’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

- Advertisement -google news follower

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সিটিজি ব্লাড ব্যাংক’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দেশটিভির ব্যুরো চিফ আলমগীর সবুজ, মীর আকতার হোসাইন লিমিটেডের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ফকির আব্দুল মান্নান ও মানবিক পুলিশের টিম প্রধান শওকত হোসেন।

- Advertisement -islamibank

সিটিজি ব্লাড ব্যাংকের অ্যাডমিন মোহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ স্বেচ্চাসেবী কর্মকাণ্ডে অবদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশের চিফ সাইন্টিফিক এডভাইজর ডা. শাহেদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিজয় বসাক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়াকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের শোয়েবুল হক চৌধুরী, ইমরান ইমু, ইমাম হোসাইন, আলতাফ মো. জাহেদ, ফরহাদ মো. কাউছার, সূর্য দাশ, রাজু দেব, মাসুদুর রহমান রুবেল, সোহেল রানা, কেএইচ ইউসুফ, নাছির উদ্দিন, আরমান শরীফ, আখতার হামিদ, মো. বাপ্পি, মো. ইউছুপ, খালেদ হাসান, আশরাফ ভূঁইয়া ও রাজীব দাশ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM