গডফাদার নূর হাফেজসহ আটক ৪, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

0

টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা অস্ত্রসহ ৪ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- নুর আলম প্রকাশ নুর হাফেজ (৩০), মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) ও সৈয়দ আলম প্রকাশ কালু (৪৫)।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মো. মাশকুর রহমান জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার। নুর হাফেজ রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিম সেকেন্ড ইন কমান্ড। আবদুল হাকিম ডাকাত নুর হাফেজের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা ব্যবসা করে আসছে।

তিনি আরো বলেন, তাদের কাছ থেকে মোট ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM