সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির. কমেছে দাম

শীতকালীন হরেক রকম সবজিতে সেজে উঠেছে সবজির বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারগুলোতে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন আর দুই এক সপ্তাহ পর থেকে সবজির দাম অনেক কমে আসবে।  এছাড়া বাজারে অপরিবর্তিত রয়েছে মাছের দাম ও মুরগির দাম।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) নগরের কাজীর দেউরি, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

এ সপ্তাহে প্রতিকেজিতে সব সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা । বাজারে কেজিপ্রতি বেগুন ৫০ টাকায়, গাজর ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ টাকায়, টমেটো ৬০ টাকা,  শসা ৩০ টাকা, পেঁপে ৩৫ টাকা, শিম ৩৫, বাঁধাকপি ৩০ টাকা, ফুলকপি ৩৫ টাকা টাকায়  বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি আঁটি লালশাক ১০ টাকায়, পালংশাক ১৫ টাকা, লাউশাক ২৫ টাকায়, পুঁইশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

এছাড়া মাছের বাজারে প্রতিকেজি রুই ২০০ টাকায়, তেলাপিয়া ১৫০ টাকায়, চিংড়ি ৮০০ টাকায়, রুপচাঁদা ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের মধ্যে প্রতিকেজি বয়লার মুরগি ১২০ থেকে ১৩০ টাকায়, লেয়ার ২২০ টাকায় এবং প্রতিকেজি গরুর মাংস ৫২০ টাকায়, খাসির ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM