সিএমপির ৪ পদে রদবদল

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার পদে রদবদল হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সই করা এক আদেশে এ রদবদল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।

তিনি বলেন, শ্যামল কুমার নাথকে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) আমির জাফরকে উপ-কমিশনার (সদর) পদে, উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) মোহাম্মদ শহীদুল্লাকে উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে এবং উপ-কমিশনার (পিওএম-বন্দর) হাসান মো. শওকত আলীকে উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) পদে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ১১ অতিরিক্ত ডিআইজির সঙ্গে সিএমপির উপ-কমিশনার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে অতিরিক্ত কমিশনার হিসেবে সিএমপিতেই পদায়ন হয়েছিল শ্যামল কুমার নাথ।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM