জামিন পাননি খালেদা

0

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পাননি। জামিন বিষয়ে তাঁর আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর এবং তার জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন।

এদিকে আদালত জামিন আবেদন খারিজ করলেও যদি খালেদা জিয়া সম্মত হন তাহলে তাঁকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জয়নিউজ

আরও পড়ুন
লোড হচ্ছে...
×