লেনদেন সহজ করবে কমিউনিটি ব্যাংক: ড. পাটোয়ারি

0

পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে পুলিশের কমিউনিটি ব্যাংক ব্যবসায়িক লেনদেনকে আরও সহজ করতে বিভিন্ন গ্রাহকবান্ধব সেবা নিয়ে হাজির হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পুলিশের কমিউনিটি ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আশা করছি চট্টগ্রামের সুষম টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের যাত্রায় কমিউনিটি ব্যাংক তার পরিষেবা দিয়ে চট্টগ্রামের ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার হয়ে উঠবে।

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক ও ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর একেএম মহিউদ্দিন আজাদ, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মো. ফেরদৌস আলী চৌধুরী, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM