রোকেয়া দিবসে খাগড়াছড়িতে র‌্যালি

0

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি পৌরসভা।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে খাগড়াছড়ি পৌরসভা থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক ঘুরে এসে পৌর সম্মেলন কক্ষে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা্।

নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির  সভাপতি  সালেহা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সদস্য সচিব প্রভাত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব পারবিন আক্তার খোন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিএলসিসি সদস্য জ্যোতিপ্রভা তালুকদার, খালেদা বেগম ও ডা. আব্দুস সামাদ।

জয়নিউজ/সবুজ

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM