প্রাণ রক্ষাকারীকে যেভাবে ধন্যবাদ জানাল স্লথ…

0

দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকার চার পায়ের স্তন্যপায়ী প্রাণী ‘স্লথ’। বেশিরভাগ সময় গাছের ডালে অসল সময় কাটানো এ প্রাণীটি চলাফেলা করে খুব ধীরে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ান ৬ ডিসেম্বর তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার উপর থেকে একটি ছোট স্লথকে তুলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাস্তা পেরিয়ে পাশের জঙ্গলে একটি গাছের উপর সেটিকে রেখে দিলেন। স্লথটিও গাছ পেয়ে সেটিকে চার পায়ে জড়িয়ে ধরেছে।

স্লথটি বুঝতে পেরেছিল, রাস্তা থেকে এই গাছ পর্যন্ত যিনি নিয়ে এলেন, তিনি তার প্রাণ বাঁচালেন। না হলে হয়ত রাস্তায় গাড়িচাপা পড়তে পারত সে। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি যখন স্লথটিকে তুলে নিয়ে যাচ্ছেন, তখন আশপাশে আরও কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

গাছে পৌঁছেই স্লথটি ‘ধন্যবাদ’ জানায় উদ্ধারকারীকে। তিন পায়ে গাছটিকে আঁকড়ে ধরে, মুখ ঘুরিয়ে একটি পা, হাত তোলার ভঙ্গিতে বাড়িয়ে দেয়।

দেখুন ভিডিও-

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM