এসএ গেমস: আরচারিতে বাংলাদেশের জয়জয়কার

সাউথ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনে  ডিসিপ্লিন আরচারির বাকি চারটি ইভেন্টে সোনা জয়ের লড়াইয়ে চারটি ইভেন্ট এবং সব ক’টিতেই সোনা জিতলো বাংলাদেশ।

- Advertisement -

সর্বশেষ ছেলেদের রিকার্ভ এককের ফাইনালে ভূটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন রোমান সানা। তার আগে আরচারির ৯ম ইভেন্ট ছিল মেয়েদের রিকার্ভ একক। এই ইভেন্টের ফাইনালে ভূটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জেতেন নারী আরচার ইতি খাতুন।

- Advertisement -google news follower

এবার আরচারিকে সবচেয়ে সম্ভাব্য ডিসিপ্লিন ধরেই এসএ গেমসে স্বর্ণ জয়ে আগের আসরকে টপকানোর প্রত্যাশার কথা শুনিয়েছিলেন বিওএ কর্মকর্তারা। শেষ পর্যন্ত আরচাররা তাদের সেই প্রত্যশা শতভাগ পূর্ণ করে দিলেন। ১০টি ইভেন্টের সবগুলোতেই স্বর্ণ উপহার দিলেন বাংলাদেশকে।

সে সঙ্গে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়ে গেলো মোট ১৮টি স্বর্ণ। আরচারির ১০ম এবং মোট ১৮তম স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ ছঁয়ে ফেললো ২০১০ সালের সাফল্য। সেবার ঘরের মাঠে বাংলাদেশ সর্বোচ্চ ১৮টি সোনা জিতেছিল।

- Advertisement -islamibank

গত গুয়াহাটি ও শিলং এসএ গেমসে সব স্বর্ণ জিতে নেওয়া ভারত এবার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থাকার কারণে এবারের গেমসের আর্চারিতে অংশ নিতে পারেনি।

জয়নিউহ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM