নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: চসিক মেয়র

নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

রোববার ( ৮ ডিসেম্বর) দুপুরে চসিকের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। আমাদের সমাজ ব্যবস্থা মূলত পুরুষতান্ত্রিক। এ সমাজ ব্যবস্থায় পুরুষ নারীকে তার সমকক্ষ নয় বরং প্রতিযোগী হিসেবে ভাবে।

অন্যদিকে নারীদেরও মনস্তাত্ত্বিক কাঠামো ঠিকভাবে গড়ে না উঠায় সহিংসতার মাত্রা বাড়ছে।নারীর প্রতি সহিংসতা, নির্যাতন প্রতিরোধে নারীরাই হয়ে উঠবে চেঞ্জ মেকার। তাই নারীকেই নারীর ক্ষমতায়নে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।
সহিংসতা বন্ধে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করে মেয়র বলেন, এ ক্ষেত্রে পুরুষকে সর্বাগ্রেএগিয়ে আসতে হবে।

- Advertisement -islamibank

নারীকে নারী কিংবা প্রতিযোগী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। তাদেরকে নারীর মর্যাদা দিতে হবে। সমাজে পুরুষ তান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সামাজিক অস্থিরতা, অশিক্ষা কুশিক্ষার বলি হচ্ছে নারী। এ বিষয়ে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

নারীদের ক্ষমতায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নপ্রকল্প নারী ক্ষমতায়ন উদ্যোগের অংশবিশেষ। নারীর ক্ষমতায়নের সফলতায় প্রধানমন্ত্রী বিশ্বের মাঝে নতুন পরিচিতি পেয়েছেন। নারী ক্ষমতায়নে বাংলাদেশ পশ্চিমা বিশ্বের অনেক দেশের থেকেও এগিয়ে আছে।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, মোরশেদ আলম, সাহেদ ইকবাল বাবু, মোবারক আলী, মো. আবুল হাসেম, মো. শফিউল আলম, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, মোছাম্মৎ ফারজানা পারভীন, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM