এবার দিল্লিতে আগুনে ঝরল ৩৫ প্রাণ

0

এবার ভারতের রাজধানী শহর দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি চামড়া কারখানায় লাগা এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে অন্তত ৩৫ জন।

ভারতীয় গণমাধ্যম জানায়, রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার কারখানাটিতে রোববার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। এসময় শ্রমিকরা কারখানার  ভেতরে ঘুমিয়ে ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে প্রায় ৩০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করে ৫০ জনকে। তবে এখনো কারখানার ভেতরে অনেকে আটকা রয়েছেন বলে তারা শঙ্কা করছে। তাই উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM