চট্টলার মতো সুশৃঙ্খল সম্মেলন আর কোথাও দেখিনি: হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আমি অনেক সম্মেলনে গেছি কিন্তু চট্টলার মতো এতো সুশৃঙ্খল সম্মেলন আর কোথাও দেখিনি।

শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এক সময় সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ।

‘আওয়ামী লীগের উপর জনগণের আস্থা রয়েছে। মানুষের ভরসার জায়গা আওয়ামী লীগ। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমি অনেক সম্মেলনে গেছি, কিন্তু চট্টলার মতো এতো সুশৃঙ্খল সম্মেলন আর কোথাও দেখিনি।’

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM