উত্তর জেলা আ’লীগের সম্মেলন শুরুর আগেই চেয়ার ছোড়াছুড়ি

0

উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগেই পদ প্রত্যাশী দুই সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে নগরের লালদিঘী ময়দানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীনের সমর্থকদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জয়নিউজ/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×