সরকার এরশাদের চেয়ে বড় স্বৈরাচার: ডা. শাহাদাত

বর্তমান সরকারকে এরশাদের চেয়ে বড় স্বৈরাচার আখ্যা দিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্বৈরাচার এরশাদ দুইশর মতো মানুষকে হত্যা করেছিল। আর এই সরকার গত ১১ বছরে হাজার হাজার গণতন্ত্রের সংগ্রামী মানুষকে হত্যা করেছে।

- Advertisement -

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। স্বৈরচার পতন দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আলোচনা সভার আয়োজন করে।

- Advertisement -google news follower

শাহাদাত বলেন, অবৈধ সরকারকে খুন-গুমের জন্য ভবিষ্যতে জবাবদিহি করতে হবে। আজকে আমরা গণতন্ত্র মুক্তি দিবসে স্বৈরাচারের পতনের পদধ্বনি শুনছি।

নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় এতে মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন, সহসভাপতি এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, অ্যাড. আবু তাহের, শাহেদ বক্স, সামশুল হক, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ হামিদ হোসেন, হাজী নুরুল আকতার, ডা. এসএম সরওয়ার আলম, অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, থানা সভাপতি মনজুর রহমান চৌধুরী, হাজী বাবুল হক, কাউন্সিলর মো. আজম, সহসম্পাদকবৃন্দ আবদুল হালিম স্বপন ও মো. ইদ্রিস আলী প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM