শিশুদের হাতেই আগামীর বাংলাদেশ: মেয়র নাছির

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিশুদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। আজকের শিশুদের সঠিক, সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে অভিভাবক, পরিবার, রাষ্ট্র ও সমাজকে দায়িত্ব নিতে হবে।

- Advertisement -

শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে ‍তিনি এসব কথা বলেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে আন্দরকিল্লা রাজাপুকুর লেইন লোকনাথ মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

- Advertisement -google news follower

শিশুদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, ছোট ছোট প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা নিজেদেরকে দেশপ্রেমী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জাবেদুল আলম সুমন সভাপতিত্ব ও হারুনুর রশীদ সানি সঞ্চালনা করেন।

- Advertisement -islamibank

এতে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আনিস মিয়ার, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, রাজাপুর লেইন লোকনাথ ধাম সভাপতি বাদল মিত্র, আশিষ কুমার ভট্টাচার্য, রাজীব মিত্র ও সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM