লাগামহীন সবজির বাজার, মাছ-মাংস স্থিতিশীল

নগরের স্থানীয় কাঁচা বাজারগুলোতে বেশিরভাগ সবজি আসে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী বাজার থেকে। দোহাজারী বাজারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ বাজারগুলোতে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও প্রতি সপ্তাহে অস্বাভাবিকভাবে বাড়ছে সবজির দাম। অথচ প্রতিবছর শীতকালীন সবজির  আসার পর  বাজারে কমতে থাকে  সব সবজির দাম।

- Advertisement -

ক্রেতারা বলছেন, বাজারে মনিটরিংয়ের অভাবে সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়ে চলছেন ক্রেতারা।

- Advertisement -google news follower

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজার কাচাঁবাজার ঘুরে দেখা যায় সবজির বাজারে ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের কপালে। আর বিক্রেতাদের সেই পুরানো অভিযোগ, সরবরাহ কম।

শুক্রবার বাজারগুলোতে বাজারে প্রতিকেজি মুলা ৪৫ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, শিম ৭৫ টাকা, শসা ৯০ টাকা, টমেটো ১১০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, তিতকরলা ৮০ টাকা,  বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

দাম কিছুটা উঠানামা করলেও মাছের বাজারে মোটামুটি স্বাভাবিক রয়েছে। বাজারগুলোতে প্রতিকেজি ইলিশ ৭০০-১০০০ টাকা, চিংড়ি ৮০০ টাকা, রুই ২২০ টাকা, কাতলা ২৩০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা,  রূপচাঁদা ১২শ টাকা বিক্রি হচ্ছে।

বাজারে মাংসের দাম অপরিবর্তিত আছে। এখানে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১২০ টাকা, সোনালি মুরগি ২৪০ টাকা, দেশি মুরগি ৩৮০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫২০ টাকা, খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায়।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM