সবার চোখ ইলিশে

0

শীতের কুয়াশার মিটিমিটি রোদে ফিশারিঘাট সকাল থেকেই লোকারণ্য। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এ ভীড় বেড়েছে আরো কয়েকগুণ। বাজারেও উঠেছে নানা জাতের মাছ। তবে সবার চোখ রূপালি ইলিশে।

কারণ বেশ কিছুদিন পর বাজার ভরে উঠেছে রূপালি ইলিশে। বিক্রেতারা দাম হাঁকিয়ে চলছেন, ক্রেতারাও দরদাম করে কিনে নিচ্ছেন ইলিশ। বিক্রেতারা জানালেন, গত সপ্তাহের চাইতে সাগরে ইলিশ মাছ বেশি ধরা পড়ায় দাম আগের চাইতে অনেক কমেছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে নতুন ফিশারিঘাট থেকে ছবিগুলো তোলা।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM