বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0

নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট এলাকায় বাসচাপায় জিল্লুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, দুই নম্বর গেইট পার হওয়ার পর বিপরীত দিক থেকে একটি সিএনজি অটোরিকশা জিল্লুরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে জিল্লুর রাস্তায় পড়ে যান। তাৎক্ষণিক পেছন থেকে আসা একটি বাস জিল্লুরকে চাপা দেয়।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহতাবস্থায় জিল্লুরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিল্লুর রাউজান উপজেলার পূর্ব গুজরার সৈয়দুল হক সিকদারের ছেলে।

 

জয়নিউজ/এফএম/এসআই

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM