মুঠোফোন ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

0

নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় বাসের জানালা দিয়ে মুঠোফোন ছিনতাইয়ের ভিডিও ভাইরালের পর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাতে রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মামুন (৪০) ও মো. সালাউদ্দিন (৩৯)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জয়নিউজকে বলেন, বাস থেকে মুঠোফোন ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হলে আমাদের কমিশনার স্যারের নজরে আসে। এরপর স্যার আমাদের জানায়। আমরা দুই ঘণ্টার অভিযান চালিয়ে মো. মামুন ও মো. সালাউদ্দিন নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করি।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM