দ্রুত নগরায়নের ফলে নগরে হারিয়ে যাচ্ছে কৃষি জমিগুলো। আগে যেখানে কৃষিজমি ছিল সেখানে এখন সুউচ্চ ভবন। নগরের একপ্রান্তে হালিশহর এলাকা। এখানে কিছু কৃষিজমি অবশিষ্ট আছে। সেগুলো বর্গা নিয়ে সারাবছর বিভিন্ন সবজি চাষ করেন বেশ কয়েকজন কৃষক। তাদের অক্লান্ত পরিশ্রমে এ জমিতে সব ধরনের ফসলে হয়েছে বাম্পার ফলন। উৎপাদনের খরচ মিটিয়ে ভাল লাভ পাওয়ায় এ কৃষকরা হয়েছেন স্বনির্ভর। তবে সরকারি সাহায্য পেলে তারা আরো বেশি উৎপাদন করতে পারবেন যা দিয়ে স্থানীয় বাজারের সিংহভাগ চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান কৃষকরা। নগরের হালিশহর এলাকা থেকে ছবিগুলো তোলা।