ওয়ার্ড বিএনপির সভাপতি এখন আ’লীগের সম্পাদক!

0

ওয়ার্ড বিএনপির সভাপতি থেকে এক ব্যক্তি রাতারাতি হয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক! আলোচিত এ ঘটনা জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের।

গত ২৯ নভেম্বর এই ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. নেদা মণ্ডল। তিনি আগে ওই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মজদুল আকন্দ অভিযোগ করেছেন, কাউন্সিলে ‘দুর্নীতি’ করে তাঁকে বাদ দিয়ে নেদা মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে তিনি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে অভিযোগও করেছেন।

অপরদিকে নেদার দাবি, তিনি বিএনপির পদ ছেড়েই আওয়ামী লীগের পদ নিয়েছেন।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM