উত্তর জেলা আ’লীগের সম্মেলনের স্থান পরিবর্তন

0

উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত স্থান অনুযায়ী শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় নগরের লালদীঘির মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। যেটি আগে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম জয়নিউজকে এই তথ্য জানান।

আরো পড়ুন: উত্তর জেলা আ’লীগের নেতৃত্বে আসছে নতুন মুখ

তিনি বলেন, শনিবার সম্মেলনের প্রথম অধিবেশন সকাল ১০টায় লালিদীঘির মাঠে আর দ্বিতীয় আধিবেশন দুপুর ২টায় কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM