চসিকের উদ্যোগে চমেকে বঙ্গবন্ধুর ম্যুরাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন ম্যুরালটি উদ্বোধন করেন।

- Advertisement -google news follower

চমেকের মুজিব উদ্যানে প্ল্যাটফর্মের ওপর নির্মিত ম্যুরালটিতে ব্যয় হয়েছে ৫০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ২০ ফুট উচ্চতা ও ২৩ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত ম্যুরালটির আকার ১৩ ফুট ১০ ইঞ্চি বাই ১০ ফুট ৯ ইঞ্চি।

গত বছরের ১৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

- Advertisement -islamibank

ম্যুরালের শিল্পী শ্রীকান্ত আচার্য জানান, প্রায় তিন মাস আগে ম্যুরালের নির্মাণ কাজ শুরু হয়। ম্যুরালটি মূল বেদির মাঝখানের প্যানেলে স্থাপন করা হয়েছে। এতে বিশেষ দিনগুলোতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়ার ব্যবস্থা থাকবে। হাসপাতালের প্রবেশ পথের বাম দিকে এই উদ্যানের প্রবেশমুখে দুই পাশে ফুলের বাগান ও ওয়াকওয়ে তৈরি করা হয়েছে।

চসিক সূত্রে জানা গেছে, চমেকের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মেয়র আ জ ম নাছির উদ্দিন ২০ আগস্ট চমেকে ম্যুরাল নির্মাণের অনুমোদন দেন। এরপর চসিকের প্রকৌশল বিভাগ একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ম্যুরালের প্রাথমিক নকশা সংগ্রহ করে।

 

জয়নিউজ/এফএম

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM