স্বর্ণকারের ছদ্মবেশে ইয়াবা বিক্রি, গ্রেপ্তার ২

0

নগরের হাজারী গলিতে এলাকায় স্বর্ণালঙ্কার তৈরির দোকন থেকে ৫৬ পিস ইয়াবাসহ ডালিম নাথ (৩০) ও মো. এজাজ (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। ডালিম নগরের পাহাড়তলী মাস্টারপাড়া এলাকার অজিত নাথের ছেলে ও ঘাটফরহাদবেগ এলাকার আবুল কাশেমের ছেলে এজাজ ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জয়নিউজকে বলেন, ইয়াবাসহ ডালিম নাথকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে এজাজকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, এজাজের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বক্সিরবিট ও হাজারী গলি এলাকায় খুচরা বিক্রি করে আসছিলেন ডালিম।

জয়নিউজ/হিমেল/পিডি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM