এমপির নাম ভাঙিয়ে শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। বিষয়টি জানতে পেরে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিযেছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী। এক অনুষ্ঠানে শঙ্খ নদীর ভাঙন প্রতিরোধ বাঁধ ধ্বংসের পাঁয়তারাকারীদের কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। তবে সাংসদের নির্দেশের পরও বালু উত্তোলনকারীদের টিকিও ছুঁতে পারেনি প্রশাসন। কোনো এক অদৃশ্য মন্ত্রবলে দিনরাত প্রকাশ্যেই চলছে এ বালু উত্তোলন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দোহাজারী রেলস্টেশন এলাকা থেকে তোলা ছবি।