ট্রেনে প্রকাশ্যে ধূমপানের দায়ে ৫ ব্যক্তিকে জরিমানা

0

ট্রেনে ও স্টেশনের প্ল্যাটফর্মে প্রকাশ্যে ধূমপানের দায়ে পাঁচব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেল স্টেশনে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

জরিমানা করা ব্যক্তিরা হলেন-মোস্তাফিজুর রহমান (৩৫), জয় হাসান (২৫), ফরহাদ হোসেন (৪২), আবুল কাশেম (৩৮) ও ফরিদ মিয়া (৩৯)।

এদের মধ্যে মোস্তাফিজ ও জয়কে ২০০ টাকা করে এবং ফরহাদ, কাশেম ও ফরিদকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জয়নিউজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে রেলওয়ে আইন ১৮৯০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যাওয়া মহানগর গোধূলি ট্রেনে ও স্টেশনের প্লাটফরমে প্রকাশ্যে ধুমপানের জন্যে পাঁচব্যক্তিকে জরিমানা করা হয়।

এছাড়াও ভবিষ্যতে বিনা টিকেটে রেল ভ্রমণ ও পাবলিক পরিবহনে ধূমপান করবেনা মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় কয়েকজনকে।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM