‘বিশ্বভরা প্রাণ’ নগর শাখার অভিষেক

বাংলাদেশ-ভারত বিশ্বমৈত্রী শিল্পী সংগঠন ‘বিশ্বভরা প্রাণ’র নগর শাখার অভিষেক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বভরা প্রাণ বাংলাদেশ কেন্দ্রিয় সভাপতি জাহান বশীর, সিনিয়র সহসভাপতি শাহানারা ঝরনা, সাধারণ সম্পাদক নীপা মোনালিসা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

- Advertisement -islamibank

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বভরা প্রাণ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি তিষন সেনগুপ্ত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া এবং রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান আলী শাহ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র জেল সুপার কামাল হোসেন, সংগঠক দোলন দাশ, নাট্যকর্মী মোহাম্মদ আলী টিটু ও কবি আরিফ চৌধুরী।

কেন্দ্রিয় সভাপতি জাহান বশীরের পরিচালনায় নগর শাখার কার্যকরী কমিটির সকলকেই অভিষিক্ত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী এটিএম সাইফুর রহমান।

সুরশিল্পী আনন্দ প্রকৃতি’র সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন তামান্না ইসলাম ও নাজমা আলী নীপা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM