জেলা পরিষদ সদস্যকে ছুরিকাঘাত

0

চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এসএম আলমগীর চৌধুরীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এসএম আলমগীর চট্টগ্রাম জেলা পরিষদের ১২ নম্বর আনোয়ারা-বাঁশখালী ওয়ার্ডের সদস্য।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর জানান, গভীর রাতে এসএম আলমগীরকে একা পেয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আলমগীরের স্ত্রী নাদিরা বেগম জানান, রাত ১টার দিকে বাসায় ফিরছিলেন আলমগীর। এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে। তারা তার পিঠে ও হাতে ছুরিকাঘাত করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM