অর্থ আত্মসাতের মামলায় বিএনপি নেতা শামসুল কারাগারে

মেঘনা গ্রুপের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ও মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমকে গ্রেপ্তারে পর কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরের গোলপাহাড় মোড়ে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

- Advertisement -google news follower

নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশিকিউশন) মো. কামরুজ্জামান জয়নিউজকে বলেন, অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শামসুল আলমের বিরুদ্ধে ঢাকার আদালতে দুটি মামলা করেছিল মেঘনা গ্রুপ।

- Advertisement -islamibank

সেই মামলায় সাজা হয়েছে এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমের। শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি নগরের কোতোয়ালি-বাকলিয়া আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

জয়নিউজ/রিফাত/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM