এবার তামিল সিনেমায় উত্তাপ ছড়াবেন রাইমা

0

১৯৯৯ সালে হিন্দি ভাষার ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বঙ্গললনা রাইমা সেন। তারপর তেলেগু ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এবার তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে রাইমা সেনের। ‘অগ্নি সিরাগুগাল’ সিনেমার মাধ্যমে অভিষেক হবে মুনমুন কন্যার।

সিনেমাটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে। এতে সাহসী দৃশ্যে দেখা যাচ্ছে রাইমাকে। গল্পে রাইমার চরিত্রে নাম স্মিতা।

এতে রাইমার বিপরীতে অভিনয় করবেন অরুণ বিজয়। এটি পরিচালনা করবেন নবীন। এছাড়াও অভিনয় করবেন—বিজয় অ্যান্টনি, আকসারা হাসান প্রমুখ। তাদের চরিত্রও প্রকাশ্যে এসেছে। সিনেমাটি প্রযোজনা করবেন প্রকাশ রাজ। তাকেও একটি চরিত্রে দেখা যাবে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং কলকাতা ও চেন্নাইয়ে হবে। এছাড়া মস্কো ও কাজাকিস্তানেও দৃশ্যধারণের কাজ হবে।

জয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM