মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অতঃপর লাকসাম থেকে উদ্ধার

নগরের আকবরশাহ এলাকার শাখাওয়াত হোসেন ইফাজ ( ৯) নামে এক  মাদ্রাসাছাত্রকে অপহরণ করে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী। পরে পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লার লাকসাম থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে। এসময় অপহরণের শিকার ইফাজকেও উদ্ধার করা হয়।

- Advertisement -

শনিবার (২৩ নভেম্বর) বিকালে লাকসামের বলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার অপহরণকারী মো রায়হান (২৯)। তার বিরুদ্ধে লাকসাম থানায় ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

- Advertisement -google news follower

অপহরণের শিকার ইফাজের মা রীনা আক্তার জয়নিউজকে বলেন, শুক্রবার (২২ নভেম্বর)  বিকালে ইফাজ বাসা থেকে খেলতে বের হয়। কিন্তু সে বাসায় না আসায় আমরা তার খোঁজ করতে থাকি। পরে লোকজন থেকে জানতে পারি রায়হান বিকালে বিশ্বকলোনির বি ব্লক থেকে আমার ছেলেকে জোর করে তুলে নিয়ে যায়।

তিনি আরো বলেন, পরে সন্ধ্যার সময় রায়হান ফোন করে আমাদের কাছে ৫০হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় সে। তখন আমরা বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ওই নাম্বারে ফোন করলে সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। আমাদের ফোন করে বলে পুলিশ একবার ফোন দিলে এক লাখ টাকা বাড়বে আর শরীরে ছুরিকাঘাত করা হবে।

- Advertisement -islamibank

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী জয়নিউজকে বলেন,  অপহরণের পর শিশুটির পরিবার থানায় এসে অভিযোগ করলে আমরা অপহরণকারীর মোবাইলের লোকেশন ট্রেক করি। লোকেশন অনুসারে কুমিল্লা জেলার লাকসামে এলাকায় অভিযান চালিয়ে  শিশুটিকে উদ্ধার করি। এসময় রায়হান নামে ওই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।

জয়নিউজ/রিফাত/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM