ভয়ঙ্কর প্রাণী প্লিওসর, খেয়ে ফেলত তিমিদেরও!

জুরাসিক পার্ক ছবিতে বিশ্বের সবচেয়ে বড় এবং হিংস্র মাংসাশী প্রাণী ছিল টিরানোসরাস রেক্স। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এর থেকেও ভয়ানক প্রাণী ছিল পৃথিবীতে! যার নাম প্লিওসর।

- Advertisement -

সম্প্রতি ১৫ কোটি বছর পুরনো সেই প্লিওসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এই অনুসন্ধানের কথা ‘প্রসেডিংস অব দ্য জিওলজিস্ট অ্যাসোসিয়েশন’ জার্নালে প্রকাশ হয়েছে।

- Advertisement -google news follower

পোল্যান্ডের সুইতোকার্জিকির কাছে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে প্লিওসরের এই জীবাশ্ম মিলেছে।

বিজ্ঞানীরা বলছেন, ওই সময়ের একটি বিশালাকার সরীসৃপ প্রাণী ছিল প্লিওসররা। খোঁজ পাওয়া প্লিওসরটি প্রায় ৩৩ ফুট লম্বা। তবে ওই সময়ে এর থেকে আরও অনেক বড় প্লিওসর ছিল।

- Advertisement -islamibank

প্লিওসরের চোয়ালে দাঁতের বিন্যাস ছিল অনেকটা কুমিরের মতো। টিরানোসরাসের থেকেও পাঁচ গুণ বেশি শক্ত ছিল এদের চোয়াল। দাঁতও ছিল ভীষণ ধারালো। এরা যা পেত, তাই খেত।

এরা এতটাই ক্ষমতাশালী ছিল, প্রয়োজনে টিরানোসরাসদেরও চিবিয়ে খেয়ে ফেলতে পারত!

তবে বিশালাকার এই প্লিওসররা সমুদ্রে বাস করত। সাঁতারের সুবিধার জন্য তাদের পা ছিল মাছের পাখার মতো।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সমুদ্রের সমস্ত প্রাণী, এমনকি তিমিদেরও খেয়ে ফেলত তারা।

প্লিওসরদের পেশি এতটাই শক্তিশালী ছিল যে, সমুদ্রের উপরে জলের কাছাকাছি উড়ে যাওয়া বড় আকারের পাখিদেরও এরা জল থেকে ঝাঁপিয়ে সহজেই ধরে ফেলতে পারত।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM