কাঠের টুকরোয় বিশাল ট্রলার

0

বছরের শেষদিকে বিশেষ করে মধ্য নভেম্বর থেকে শুরু হয় মাছ ধরার ট্রলার তৈরির হিড়িক। শ্রমিকদের দক্ষতায় একেকটি কাঠের টুকরা রূপ নেয় বিশাল ট্রলারে।

৫০-৬০ ফুটের একটি ট্রলার তৈরিতে ৯০০ জন শ্রমিকের সময় লাগে ৪ মাস! খরচটাও কম নয়, ৮০ লাখ টাকা।

একসময় থাইল্যান্ড থেকে আমদানি করা হতো এসব ট্রলার। তবে এটি এখন শুধুই অতীত। সুনিপুণ হাতে এখন এসব ট্রলার তৈরি করছে দেশের দক্ষ শ্রমিকরা। বিদেশ থেকে আমদানি করা কাঠে তৈরি হয় এসব ট্রলার।

নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত নদীর তীর শুকনো থাকে। তাই এ সময়টাই ট্রলার তৈরির উত্তম সময়।

শ্রমিকরা জানালেন, এসব ট্রলার তৈরি করার নির্দিষ্ট কোনো ডিজাইন থাকে না। দৈর্ঘ্য-প্রস্থ মেপে মেপে চলে এর কাজ। প্রথমে দৈর্ঘ্য-প্রস্থ পরিমাপ করে  একরকম কাঠামো তৈরি করা হয়। তাদের ভাষায় যেটি ‘গোছা’। এরপর ১৬টি কাঠামোর ওপর ভিত্তি করে এগোতে থাকে ট্রলার তৈরির কাজ। এর একেকটি কাজ করেন একেক জন শ্রমিক।

ছবিগুলো নগরের ফিশারিঘাট থেকে তোলা।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM