মহাসড়কে ভ্যান, বাসের ধাক্কায় চালক নিহত

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশা-ভ্যান চলাচল নিষিদ্ধ হলেও সীতাকুণ্ডে এ নিয়ম মানা হচ্ছে না। এতে প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টায় মহাসড়কের বাড়বকুণ্ড এসকেএম জুট মিল এলাকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৫) নামে এক ভ্যান চালক

নিহত কালাম বাড়বকুণ্ডের চৌধুরীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সীতাকুণ্ডের মোহন্তেরহাটের ওই ভ্যান নিয়ে সবজি বিক্রি করতে এনেছিলন। সবজি বিক্রি করে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়নিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায়নি। ধারণা করা হচ্ছে স্বজনরা লাশটি উদ্ধার করে দাফন করে ফেলেছে।

জয়নিউজ/সেকান্দর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM