বন্দরে প্রবেশের প্রতীক্ষায় পণ্যবাহী শত শত গাড়ি

0

অবরোধের কারণে বুধবার (২০ নভেম্বর) বন্ধ ছিল পণ্যবাহী গাড়ি চলাচল। এ কারণে বন্দরে ঢুকতে পারেনি কোনো গাড়ি। অবরোধ প্রত্যাহারের পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই প্রচুর চাপ পড়ে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানের।

পণ্য নেওয়ার জন্য এখনও  প্রবেশের প্রতীক্ষায় আছে শত শত  গাড়ি। ছবিগুলো বৃহস্পতিবার বিকেলে নগরের সল্টগোলা ক্রসিং থেকে তোলা।

জয়নিউজ

আরও পড়ুন
লোড হচ্ছে...
×