মহেশখালীতে সহস্র ইয়াবাসহ ২ বিক্রেতা আটক

0

মহেশখালীতে সহস্র ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে ধলঘাটার নাছির মোহাম্মদ ডেইল জামে মসজিদের উত্তর পাশ থেকে তাদের আটক করে মহেশখালী থানা পুলিশ।

থানার এসআই মো. আনিস উদ্দিন জানান,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু তালেব (৩৮) এবং ওসমান গনিকে (৪০ ) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফ থেকে নিয়মিত ইয়াবা এনে মাতারবাড়ী ও ধলঘাটা এলাকায় বিক্রি করত বলে স্বীকার করেছে।

এদিকে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর।

জয়নিউজ/শাহাবউদ্দিন

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM