পাচারকালে রেলের ৪ ড্রাম ডিজেল তেল উদ্ধার

0

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের পাশ থেকে ৪ ড্রাম রেলের ডিজেল তেল উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাঞ্চননগরের মুরাদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তেলভর্তি ড্রামগুলো উদ্ধার করে।

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল আলম আকন্দ জানান, রেলের ইঞ্জিন থেকে ডিজেল তেল পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল পাচারকারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চার ড্রাম ডিজেল তেল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনে রাতে ইঞ্জিন থেকে ডিজেল তেল বের করে পাচার করার ঘটনা নতুন নয়। ১৯৮০ সালে থেকে দোহাজারী রেলস্টেশনে ইঞ্জিন থেকে ড্রামভর্তি করে তেল পাচার করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ নিয়ে বেশ শোরগোল হলে বেশকিছু বছর তেল পাচার বন্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবার শুরু হয়েছে।

জয়নিউজ/রাজ্জাক/পিডি

 

আরও পড়ুন
লোড হচ্ছে...
×