শিশুকন্যাকে ‘বুকের’ দুধ খাওয়াচ্ছেন বাবা!

0

খিদে লেগেছে তাই কান্না করছে শিশুকন্যা। কিন্তু তার মা বাড়িতে নেই।

দুধের বোতল নিয়ে এলেন বাবা। তবে বোতলের সেই দুধ খেতে রাজি নয় শিশু। তাই মেয়েকে শান্ত করতে ‘বিশেষ’ এক কৌশল করলেন বাবা।

শিশুকন্যাকে শান্ত করতে বাবার কৌশলের ভিডিওটি সম্প্রতি টুইটারে পোস্ট করা হয়েছে। আট সেকেন্ডের সেই ভিডিওটি ইতোমধ্যে দেখেছেন ৪৮ লাখ টুইটার ইউজার!

মেয়েকে শান্ত করতে বাবা নিজের টিশার্টের ভেতর ভরে নিয়েছেন দুধের বোতল। আর তা পান করাচ্ছেন মেয়েকে। শিশুকন্যাও বুকের দুধ মনে করে আনন্দচিত্তে পান করছে সেই দুধ।

ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘মা বাড়ি নেই। এ দিকে বোতলে ও কিছুতেই দুধ খাবে না। তাই এই উপায়।’

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM