সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত নয়: ফখরুল

0

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যে সড়ক পরিবহন আইন করেছে এটা বাস্তবসম্মত নয়। তাই এ ধরনের ধর্মঘটে পড়তে হচ্ছে জনগণকে। সড়ক পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিচ্ছিন্ন সংকট নয়, এটি সরকারের ব্যর্থতা। এসবের দিকে সরকারের নজর নেই। তাদের নজর মেগা প্রজেক্টের দিকে। টাকা বাড়িয়ে বিদেশে পাচার করা। ইতোমধ্যে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে সংকট কাটিয়ে উঠা সম্ভব হতো। সরকার যদি খালেদা জিয়ার সাথে আলাপ আলোচনা শুরু করতেন তাহলে দেশ ও জাতিকে মুক্ত করা যেত।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM