প্রথম ছবিতেই প্রশংসিত শাহরুখকন্যা

0

মুক্তি পেয়েছে শাহরুখনকন্যা সুহানার প্রথম ছবি ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’। ছবিটি মুক্তির পর থেকেই ফের আলোচনায় সুহানা।

১০ মিনিটের এই শর্ট ফিল্মে সুহানার সহঅভিনেতা ছিলেন রবিন গোনেলা। ১৭ নভেম্বর এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সুহানার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।

ছবিটি কম বয়সি এক যুগলকে নিয়ে। ছবির পরিচালক থিওডোর গিমেনো নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শেষ অবধি এই প্রজেক্টকে বাস্তবে রূপ দিতে পেরে আমি উত্তেজিত।

সুহানা বলিউডে দাপিয়ে বেড়াতে চান- এক সাক্ষাৎকারে এ কথা আগেই জানিয়েছিলেন শাহরুখ খান।

এ বছর গ্র্যাজুয়েশন শেষ করেছেন সুহানা খান। তিনি আরও পড়াশোনা করতে চান বলে নিউইয়র্কেই রয়েছেন। ড্রেসিং সেন্স এবং স্টাইলের জন্য বলিউড মহলে ইতোমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন সুহানা।

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM