লবণের দাম বেশি রাখায় অর্থদণ্ড

লবণের প্যাকেটের গায়ে লেখা দাম অপেক্ষা বেশি নেওয়ায় হাটহাজারী পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮ থেকে ৯ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি।

রুহুল আমিন জয়নিউজকে বলেন, লবণের দাম প্যাকেটের গায়ে লেখা মূল্য অপেক্ষা অধিক মূল্য নেওয়ায় পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, প্রথম দিনে বিবেচনায় মেসার্স মেঝবাহ স্টোরকে ৫০০ টাকা ও মেসার্স খোরশেদ স্টোরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। প্রথম দিনে সবাইকে সতর্ক করা হয়। এছাড়া গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM