পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ, বন্দর স্বাভাবিক

ঘোষণাটা আগেই করা হয়েছিল। এবার এর বাস্তবায়ন চলছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালানো বন্ধ রেখেছেন চালক ও শ্রমিকরা।

- Advertisement -

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশজুড়ে চলা কর্মসূচিরই অংশ এটি।

- Advertisement -google news follower

নগরের বিভিন্ন ট্রাক টার্মিনালে পণ্যবাহী গাড়ি অলস পড়ে থাকতে দেখা গেছে। তবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে।

পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ, বন্দর স্বাভাবিক
অলংকার মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ

সরেজমিন ঘুরে নগরের অলংকার মোড়ে পরিবহন শ্রমিকদের অবস্থান নিতে দেখা গেছে। এ সময় তারা সড়ক অবরোধ করে গাড়ি চলাচলে বাধা দেয়।

- Advertisement -islamibank

এদিকে অবরোধের কোনো প্রভাব পড়েনি চট্টগ্রাম  বন্দরে। স্বাভাবিক দিনের মতোই এখানে কাজ চলছে।

পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ, বন্দর স্বাভাবিক
চট্টগ্রাম বন্দরে চলছে স্বাভাবিক কার্যক্রম

এদিকে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের কারণে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের মালিকসহ আমদানি-রপ্তানিকারকদের এখন টেনশনে রয়েছেন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM