পিতার ১৩, ছেলের ৩ বছরের সাজা বহাল

0

বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ১৩ বছর ও তাঁর ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের ৩ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে এ মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে পিতা ও ছেলের পক্ষে ছিলেন মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৬ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাছিরকে ১৩ বছর এবং তাঁর ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM