নগরপিতার সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডিয়ান দূতাবাস

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন বাংলাদেশের কানাডিয়ান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি এবং ভয়েস কাউন্সিল আন্ড্রে ল্যাপিন্টে।

- Advertisement -

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে টাইগারপাস চসিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

সাক্ষাতকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মেয়র কানাডিয়ান দূতাবাসের মিস আন্ড্রে ল্যাপিন্টে চট্টগ্রাম সফরের জন্য ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম নগরের ভৌগলিক অবস্থান সম্পর্কে বর্ণণা দেন ।

এ প্রসঙ্গে মিস আন্ড্রে জানতে চাইলে চসিক মেয়র বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানি এই চট্টগ্রাম বন্দরে হয়ে থাকে। এটি নৌ-মন্ত্রলালয়ের অধীনে বন্দর চেয়ারম্যানের মাধ্যমে এই সংস্থা পরিচালিত হয়ে থাকে বলে জানান তিনি।

- Advertisement -islamibank

এদিকে মিস আন্ড্রে বলেন, কানাডিয়ান সিটিজেনদের সার্বিক বিষয়ে তারা দেখভাল করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেন দূতাবাস। তিনি চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্যের প্রশংসা করে বলেন, নদী, পাহাড়-পর্বত ও সমতল পরিবেষ্টিত এই শহর যে কোনো অতিথিকে মুগ্ধ করে।

এসময় কানাডিয়ান হাই কমিশনারের কনসুলার অফিসার দুরীন রহমান, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমেদ, সচিব আবু সাহেদ চৌধুরী ও মেয়রের একান্ত সচিব আবুল হাসেম উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM