রাজস্থলীতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ৩

রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা পার্বত্য জেএসএস সদস্য বলে জানা গেছে।

- Advertisement -

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুমোড়া এলাকার মারমাপাড়ায় গভীর অরণ্যে এই ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

পুলিশ সূত্র জানায়, বিকেল ৪টার দিকে রাজস্থলীর বাবুমোড়া এলাকায় দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। বাবুমোড়া এলাকাটি রাজস্থলী ও বান্দরবান সদর উপজেলার মাঝামাঝি এলাকায়। জেএসএসের দুই পক্ষের মধ্যেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আর সেখানেই তিনজন নিহত হয়।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM