এনআইডি জালিয়াতিতে ইসি’র আরেক কর্মী গ্রেপ্তার

জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার চক্রে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের অফিস সহায়ক নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

- Advertisement -

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া জয়নিউজকে বলেন, এনআইডি জালিয়াতিতে সম্পৃক্ততায় এর আগে গ্রেপ্তার তিনজনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি ও অন্যদের জিজ্ঞাসাবাদে নাজিমের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এ নিয়ে পরিচয়ত্রপত্র জালিয়াতির ঘটনায় নির্বাচন কমিশনের চার কর্মচারীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হল।

- Advertisement -islamibank

এরআগে, মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের উচ্চমান সহকারী আবুল খায়ের ভূঁইয়া (৪৫) ও মিরসরাই উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন (৪৫) কেনিজ কর্মস্থল থেকে আটক করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট।

জয়নিউজ/রিফাত/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM