দীপ্ত টেলিভিশনের ৪ বছর পূর্তি

0

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে দীপ্ত টেলিভিশনের চার বর্ষপূর্তি অনুষ্ঠান। সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অল্পদিনেই দীপ্ত টেলিভিশন জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতে বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি চট্টগ্রামসহ দেশের নানা উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরবে দীপ্ত টিভি।

সুলতান সুলেমান খ্যাত দীপ্ত টিভির অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানিয়ে আগত অতিথিরা জানান দীপ্ত টিভির সকল অনুষ্ঠান দর্শকনন্দিত হয়েছে।

সামাজিক নানাচিত্র তুলে ধরে এবং শিক্ষামূলক নানা অনুষ্ঠান তৈরি করে দীপ্ত টিভি পৌঁছে যাবে সমাজের তৃণমূল মানুষের কাছে এমন প্রত্যাশা সবার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিএমপি, জেলা প্রশাসন, চিটাগাং চেম্বার, উইমেন চেম্বার, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এসময়  বিভাগীয় ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।
জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM