পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় মামলা

0

নগরের পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) অবহেলাজনিত মৃত্যু ও ক্ষতিসাধনের অভিযোগে নিহত রিকশাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহীনা আক্তার বাদি হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জয়নিউজকে বলেন, নিহত রিকশাচালক মাহমুদুল হকের স্ত্রী শাহীনা আক্তার বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় কাদের আসামি করা হয়েছে জানতে চাইলে ওসি মহসিন বলেন, মামলায় কোনো নাম উল্লেখ নেই। তদন্তের পর বলা যাবে কাদের এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, রোববার (১৭ নভেম্বর) সকালে নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে দেওয়াল বিধ্বস্ত হয়। এতে আশপাশের আরো কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে নারী ও কিশোরসহ ৭জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM