সুন্দরী রেসলারের নাচ শেখার ভিডিও ভাইরাল

0

বিশ্বের আকর্ষণীয় রেসলিং প্রতিযোগিতা ডব্লিউ ডব্লিউ ই (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট )। সেই প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় নারী রেসলার চার্লট ফ্লেয়ার।

ডব্লিউ ডব্লিউ ই-র খুদে ভক্তদের সঙ্গে শিশু দিবস উদ্‌যাপন করতে সম্প্রতি ভারতে এসেছিলেন এই সুন্দরী রেসলার। আর তা করতে এসে বলিউড অভিনেতা বরুণ ধওয়নের কাছ থেকে শিখলেন বলিউডি নাচের কয়েকটি স্টেপ!

সেই ভিডিও দিন দু’য়েক আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন এই আমেরিকান রেসলার। এরপরই তা ভাইরাল। এখন পর্যন্ত প্রায় সাড়ে নয় লাখ ইউজার দেখেছেন ভিডিওটি।

ভিডিও পোস্ট করে চার্লট লিখেন- ‘সালসা নয়, পরিবর্তে বলিউডে নাচের স্টেপ শিখলাম। ধন্যবাদ বরুণ ধওয়ন, আমাকে বলিউডের জন্য প্রস্তুত করায়।’

জয়নিউজ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM